কোরেন্টাইন সেন্টারের কাছাকাছি রাস্তায় মানুষের ভিড় ,এরা  কি মৃত্যুর সঙ্গে খেলছে।






তারিখ -৫/০৫/২০২০


#কলকাতা:  দেশে তৃতীয় দফার লোকডাউন চলছে , কিন্তু মানুষ তা মানছে না।  কারণ অনেক দিন বন্দি দশা থেকে মানুষের নাভিশ্বাস উঠে গেছে।  

তাই মানুষ আজ পথে , কিন্তু এটা কি ঠিক ? মানুষ আর লোকডাউন না মেনে রাস্তাতে বেরিয়ে পড়েছে।  

এটা আমাদের কলকাতার ছবি ,এটা বেশি দূরে নয়। জায়গাটা হচ্ছে কলকাতার বাগুইহাটি।  আজ সকালে বাগুইহাটি বাজারে দেখাযাচ্ছে প্রচুর মানুষের ভিড়।  বেলা ১১টা বেজে যাওয়া সত্বেও মানুষের ভিড় চোখে পরার মতো।  

এমনকি রাস্তায় প্রচুর  গাড়ির ভিড়, চার চাকার যানবাহন ছাড়াও টোটো রিক্সা থেকে ভ্যান সবই রয়েছে রাস্তায়। এই ছবি দেখে মনে প্রশ্ন উঠতেই পারে, লকডাউন কি বাগুইহাটির বাজারে নেই? অথচ বাগুইহাটি সংলগ্ন রঘুনাথপুর, কৈখালি সবই কন্টেইনমেন্ট জোনের অন্তর্গত। 


এটা কিছু মানুষ কে জিজ্ঞাসা করা হলেও তারা বলে, আজ এমন নয় রোজ এমনি ভিড় দেখা যাচ্ছে।  এখান  কার মানুষ সব জানে করনার বিষয়ে কিন্তু তারা তা মানছেনা। প্রসাশন বার বার বলা সত্বেও , কোনো কান দিচ্ছে না এখান কার মানুষ। তার ফলে চিকিৎসক মহলকে চিন্তায় ফেলেদিয়েছে।