প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করল পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলকে



Publish on:- 1\10\2024


এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাতেও সিবিআই গ্রেফতার করল পার্থ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার, বিশেষ সিবিআই আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করার পর তাঁর বিরুদ্ধে গ্রেফতারের আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অয়ন শীলকেও গ্রেফতার করেছে সিবিআই। অয়ন শীল, যিনি নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত, তাকেও আদালতে পেশ করার পর গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেলের হাসপাতালে রয়েছেন। এর আগে, ২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতির অভিযোগে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি (প্রবিধান দফতর)। সেই সময় দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর পার্থকে গ্রেফতার করা হয়েছিল। পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখার্জির টালিগঞ্জ ও বেলঘরিয়ার দুটি ফ্ল্যাটেও অভিযান চালায় ইডি।

 সেই সময় টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনের ফ্ল্যাট থেকে ২১ কোটি ৯০ লক্ষ টাকা, প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়না উদ্ধার করে ইডি। পরে, ২৭ জুলাই, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্‌স’ আবাসনে অর্পিতার অন্য ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ২৭ কোটি ৯০ লক্ষ টাকা এবং বিপুল গয়না উদ্ধার হয়।

ইডির দাবি, অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে মোট ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা এবং ৫ কোটি ৮ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছিল। এ ছাড়াও বাজেয়াপ্ত করা হয় ৭টি বিদেশি মুদ্রা ও সম্পদ, যার মোট মূল্য ৬০ কোটি টাকারও বেশি। পরবর্তীতে এসএসসি নিয়োগ মামলায়ও সিবিআই গ্রেফতার করে পার্থ ও অর্পিতাকে।

অন্যদিকে, ২০২৩ সালের মার্চ মাসে তৎকালীন তৃণমূল যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি। এবার, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই অয়নকেও গ্রেফতার করেছে। 

তদন্তকারীদের অভিযোগ, অয়ন আট এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে ১ কোটি ৬৭ লক্ষ টাকা তুলেছিলেন, যা সন্তু গঙ্গোপাধ্যায়ের কাছে পৌঁছায়। অয়ন ইমেল করে চাকরিপ্রার্থীদের তালিকা সন্তুকে পাঠিয়েছিলেন, এবং সেই তালিকা সন্তু গঙ্গোপাধ্যায় কুন্তলকে দিয়েছিলেন।