প্রতিবন্দী ক্রিকেট দলের বাকি পুরস্কার মূল দিয়েদিলো বিসিসিআই
তারিখ -০২/০৫/২০২০
মুম্বই: কিছুটা দেরিতে হলেও অবশেষে দেশের প্রতিবন্ধী ক্রিকেট দলের পুরস্কারমূল্য পৌঁছে গেল অ্যাকাউন্টে। গত বছর ইংল্যান্ডের মাটিতে টি-২০ ওয়ার্ল্ড সিরিজ জয়ী ভারতের প্রতিবন্ধী ক্রিকেট দলকে ৬৫লক্ষ টাকা আর্থিক পুরস্কারমূল্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন সিওএ প্রধান বিনোদ রাই।
তারিখ -০২/০৫/২০২০
মুম্বই: কিছুটা দেরিতে হলেও অবশেষে দেশের প্রতিবন্ধী ক্রিকেট দলের পুরস্কারমূল্য পৌঁছে গেল অ্যাকাউন্টে। গত বছর ইংল্যান্ডের মাটিতে টি-২০ ওয়ার্ল্ড সিরিজ জয়ী ভারতের প্রতিবন্ধী ক্রিকেট দলকে ৬৫লক্ষ টাকা আর্থিক পুরস্কারমূল্য দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন সিওএ প্রধান বিনোদ রাই।
গত ৪ মার্চ মুম্বইয়ে বোর্ডের হেড কোয়ার্টারে প্রতিশ্রুতি মতো সেই টাকার চেক তুলে দেওয়া হয়েছিল ভারতীয় দলের অধিনায়ক বিক্রান্ত কেনি এবং আরেক ক্রিকেটার গুরুদাস রাউতের হাতে। উপস্থিত ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ড সচিব জয় শাহ। কিন্তু পরবর্তী সময় লকডাউনের জেরে বিসিসিআই’য়ের সমস্ত কার্যকলাপ বন্ধ থাকার কারণে সেই টাকা পৌঁছে দেওয়া সম্ভব হয়নি ক্রিকেটারদের অ্যাকাউন্টে। কঠিন সময় ক্রিকেটারদের অসুবিধার কথা জানতে পেরে সম্প্রতি উদ্যোগী হয় বিসিসিআই। এরপর শনিবারই জয়ী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের বকেয়া পুরস্কারমূল্য পৌঁছে যায় অ্যাকাউন্টে।
বোর্ডের কথামতো প্রতিবন্ধী ক্রিকেটদলের পুরস্কারমূল্য এখনও ক্রিকেটারদের হাতে পৌঁছয়নি। এমনই খবর শুক্রবার প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড-এর সেক্রেটারি-জেনারেল রবি চৌহান এক খোলা চিঠি লেখেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। চিঠিতে পুরস্কারমূল্য ক্রিকেটারদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি। একইসঙ্গে জানান, লকডাউনের সময় ক্রিকেটাররা টাকাটা হাতে পেলে অনেকাংশে তাঁদের সুবিধা হয়।
চিঠি পাওয়া মাত্রই নড়েচড়ে বসেন বোর্ড প্রেসিডেন্ট। মহারাজের নির্দেশেই ক্রিকেটারদের বকেয়া পুরস্কারমূল্য পৌঁছে দেওয়ার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। শনিবারই ক্রিকেটারদের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। অবশেষে শনিবার কোষাধ্যক্ষের কথামতো ৬৫ লক্ষ টাকা পুরস্কারমূল্য পৌঁছে গিয়েছে ক্রিকেটারদের কাছে।
পুরস্কারমূল্য হিসেবে ১৭ জন ক্রিকেটারের প্রত্যেককে ৩ লক্ষ টাকা করে পুরস্কৃত করা হয়েছে। কোচকে দেওয়া হয়েছে ৩ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। বাকি টাকা সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।
0 Comments