বহুতল বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন
![]() |
Fire on sarja city building |
তারিখ:- ৬/৫/২০২০
#নয়াদিল্লি:- মঙ্গলবার রাত্রে বিধ্বংসী আগুন লাগলো আমিরাতের সারজা সিটি আবাসিক বিল্ডিংয়ে। জানা যাচ্ছে আপকো টাওয়ারে এই আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছেছে শারজাহ সিভিল ডিফেন্স দল।
ওইখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পুরোদমে উদ্ধারের কাজ চলছে জানা যাচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের সংবাদমাধ্যমগুলি। জানা গিয়েছে ওই বিল্ডিংয়ের ৪৭ তলায় আগুন লেগেছে ।
তাজ ব্যাঙ্গালোর রেস্টুরেন্টের ঠিক পিছনে এই আগুনের কবলে পড়া বিল্ডিংটির অবস্থা খুবই শোচনীয়।
এখনো পর্যন্ত কেউ মারা যায়নি কিন্তু কিভাবে আগুন লাগল সেই বিষয়েতদন্ত চলছে। আরো দেখা হচ্ছে ওই বিল্ডিং এ কোন ভারতীয় থাকতো কিনা সেটাও খোঁজখবর করা হচ্ছে।
0 Comments