রেশন দোকানের চাল বিক্রি হচ্ছে মুদির দোকানে, তা আবার খোদ কলকাতাতে।
তারিখ - ৫/০৫/২০২০
#কলকাতা: এই লকডাউনে মানুষ এখুন ঘর বন্দি দশায় রয়েছে। তার উপর সব দোকান বন্ধ। অনেকের কাজকর্ম নেই। তাই এই রেশন ব্যবস্থা তাদের ভরসা। কিন্তু সেই রেশনের চাল বিক্রি হচ্ছে পাড়ার মুদির দোকানে। এই খবর জানা জানি হতে কলকাতা পুলিশের এক দল ইবি হানা দেয়,আর হাতেনাতে ধরে এক ব্যবসাইকে। কলকাতা পুলিশের কাছে অনেক দিন ধরে খবর ছিল যে নেতাজি নগর থানা এলাকার রেশনের চাল বিক্রি হচ্ছে খোলা বাজারে। বেআইনিভাবে রেশনের চাল কিভাবে খোলা বাজারে পৌঁছে যাচ্ছে তা নিয়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে।
সোমবার দুপুরে আচমকা হানা দেয় নেতাজি নাগারের পুলিশ। তারপর এলাকার শ্রীকোলনির রামকৃষ্ণ ভাণ্ডারে ইবি আধিকারিকরা হানা দেয়। তার পর ইবি অধিকারিকরা দেখেন যে ওই দোকানে রেশনের চাল বিক্রি হচ্ছে। দোকানের মালিক বিজয় পোদ্দারের কাছ থেকে সঠিক উত্তর পাওয়া যাই নি। এমন কি কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। জানা গিয়াছে রেশনের যে চাল বিনামূল্যে মানুষের পাওয়ার কথা , তা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। তার পর দোকানের মালিক বিজয় পদ্দার কে ইবি প্রতিনিধিরা দফায় দফায় জেরা করে তার ছেলের নাম জানা যায়। তার ছেলের নাম রাজু পোদ্দার। এই রাজু পোদ্দার এখুন পলাতক। কলকাতা পুলিশ তার খোজকরছে। এদিকে বিজয় পোদ্দার কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হবে।
এদিকে রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে লাগাতার অভিযোক ওঠায় করা পদক্ষেপ নেয় নবান্ন।
গ্রেফতার করা হয় ১৯ জন রেশন ডিলারকে। আর ২৭১ জনের রেশন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। খাদ্যদপ্তর থেকে জানানো হয়েছে যে, যেখানে যেখানে রেশন নিয়ে দুর্নীতি হয়েছে , সেখানে সেখনে খাদ্যদপ্তরের আধিকারিকরা রেশন সরবরাহ করবে। খাদ্যদপ্তরের থেকে এই সিদ্বান্ত জানানো হয়েছে।
তারিখ - ৫/০৫/২০২০
#কলকাতা: এই লকডাউনে মানুষ এখুন ঘর বন্দি দশায় রয়েছে। তার উপর সব দোকান বন্ধ। অনেকের কাজকর্ম নেই। তাই এই রেশন ব্যবস্থা তাদের ভরসা। কিন্তু সেই রেশনের চাল বিক্রি হচ্ছে পাড়ার মুদির দোকানে। এই খবর জানা জানি হতে কলকাতা পুলিশের এক দল ইবি হানা দেয়,আর হাতেনাতে ধরে এক ব্যবসাইকে। কলকাতা পুলিশের কাছে অনেক দিন ধরে খবর ছিল যে নেতাজি নগর থানা এলাকার রেশনের চাল বিক্রি হচ্ছে খোলা বাজারে। বেআইনিভাবে রেশনের চাল কিভাবে খোলা বাজারে পৌঁছে যাচ্ছে তা নিয়ে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে।
সোমবার দুপুরে আচমকা হানা দেয় নেতাজি নাগারের পুলিশ। তারপর এলাকার শ্রীকোলনির রামকৃষ্ণ ভাণ্ডারে ইবি আধিকারিকরা হানা দেয়। তার পর ইবি অধিকারিকরা দেখেন যে ওই দোকানে রেশনের চাল বিক্রি হচ্ছে। দোকানের মালিক বিজয় পোদ্দারের কাছ থেকে সঠিক উত্তর পাওয়া যাই নি। এমন কি কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। জানা গিয়াছে রেশনের যে চাল বিনামূল্যে মানুষের পাওয়ার কথা , তা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। তার পর দোকানের মালিক বিজয় পদ্দার কে ইবি প্রতিনিধিরা দফায় দফায় জেরা করে তার ছেলের নাম জানা যায়। তার ছেলের নাম রাজু পোদ্দার। এই রাজু পোদ্দার এখুন পলাতক। কলকাতা পুলিশ তার খোজকরছে। এদিকে বিজয় পোদ্দার কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তোলা হবে।
এদিকে রাজ্য জুড়ে রেশন দুর্নীতি নিয়ে লাগাতার অভিযোক ওঠায় করা পদক্ষেপ নেয় নবান্ন।
গ্রেফতার করা হয় ১৯ জন রেশন ডিলারকে। আর ২৭১ জনের রেশন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়। খাদ্যদপ্তর থেকে জানানো হয়েছে যে, যেখানে যেখানে রেশন নিয়ে দুর্নীতি হয়েছে , সেখানে সেখনে খাদ্যদপ্তরের আধিকারিকরা রেশন সরবরাহ করবে। খাদ্যদপ্তরের থেকে এই সিদ্বান্ত জানানো হয়েছে।
0 Comments