দোকান খোলার অনুমতি পাওয়ার সাথে সাথে মদের দাম আকাশ ছোঁয়া।

দোকান খোলার অনুমতি পাওয়ার সাথে সাথে মদের দাম আকাশ ছোঁয়া।










তারিখ - ০৪/০৫/২০২০

#কলকাতা : করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লোকডাউন।  এমন অবস্থায় কেন্দ্রসরকার শর্ত সাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি দেওয়াহয়। কারণ এই লকডাউনে মদের দোকান বন্ধ হওয়ার জন্য সুরাপ্রেমীরা বেজায় খেপে ছিল। 

কিন্তু এ বার থেকে কয়েটি রাজ্যে  মদের দোকান খুলতে চলেছে সকাল ১০থেকে সন্ধ্যা ৬পর্যন্ত।  সরাষ্টমন্ত্রকের অনুমতি পাবার সাথে সাথে আমাদের রাজ্যসরকার মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়। 

কিন্তু মদের দাম আকাশ ছোঁয়া। এতে সুরাপ্রেমিরা চটেযায়। এদিকে মদের দোকানের মালিকরা বলছেন যে অনেক দিন পর দোকান খুলছে তাই একটু দাম বেশি , কিন্তু তা আসতে আসতে ঠিক হয়ে যাবে।  আমরা রাজ্যসরকারে সব নিয়ম কানুন মেনে মদ বিক্রি করবো।

 কিন্তু  শুধু  মাত্র গ্রীন জোনে খোলা যাবে।  বাংলা সহ মহারাষ্ট্র , দিল্লী,  গুজরাট  আরো কিছু কিছু রাজ্যে  খোলা হবে অবস্তা বিচার করে।




Post a Comment

0 Comments