গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাতে মৃত্যু হলো ২জনের। আর আক্রান্ত নতুন করে ৪১ জন।
তারিখ - ৪/০৫/২০২০
#কলকাতা : গত ২৪ ঘন্টাতে নতুন করে করণাতে মারা গেলেন ২ জন , আর নতুন করে আক্রান্ত হলো ৪১জন। সুস্থ হয়ে কেউ বাড়ি যায়নি। আমাদের রাজ্যের সাস্থ দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী, মোট কত জন কোভিড -১৯,আক্রান্ত তা সঠিক ভাবে বলেনি তাদের পেশকরা বুলেটিনে।
আর কত জন মারা গেছেন সেটাও পরিস্কার করে কিছু বলেনি। তবে কাল পর্যন্ত ৪৮টা ছিল, এখুন আরো ২ জন যুক্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হলো বলে অনুমান করা হচ্ছে।
আরো জানানো হয়েছে যে এই মুহূর্তে মোট ৬৯৫৩ জন করোনা আক্রান্ত রুগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কোয়ারেন্টাইনে পর্ব শেষ হয়েছে ৬২৩৬৫জনের। আর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে মোট ৪৫৩২জন।
এদিকে হাসপাতালের আইসোলেটেড ওয়র্ড থেকে ছাড়া পেয়েছে মোট ৪২৩০ জন। আর ভর্তি আছে এখুনো পর্যন্ত মোট ৩০২ জন।
বুলেটিনে এও বলা আছে যে , রাজ্যে এখুনো পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইনে ভর্তি আছে মোট ৫৮২জন। আর ১৬ টি ল্যাবে করা হচ্ছে কোভিড -১৯ পরীক্ষা।
রাজ্যের সাস্থ দপ্তর এই বুলেটিন বার করার পর থেকে খুবই চাপে পরে গেছে। কারণ এই বুলেটিন বার করার আগে দুবার বুলেটিন পরিবর্তন করা হয়েছে। তাই নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে রাজ্যসরকারের ওপের।
তারিখ - ৪/০৫/২০২০
#কলকাতা : গত ২৪ ঘন্টাতে নতুন করে করণাতে মারা গেলেন ২ জন , আর নতুন করে আক্রান্ত হলো ৪১জন। সুস্থ হয়ে কেউ বাড়ি যায়নি। আমাদের রাজ্যের সাস্থ দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী, মোট কত জন কোভিড -১৯,আক্রান্ত তা সঠিক ভাবে বলেনি তাদের পেশকরা বুলেটিনে।
আর কত জন মারা গেছেন সেটাও পরিস্কার করে কিছু বলেনি। তবে কাল পর্যন্ত ৪৮টা ছিল, এখুন আরো ২ জন যুক্ত হয়ে মোট ৫০ জনের মৃত্যু হলো বলে অনুমান করা হচ্ছে।
আরো জানানো হয়েছে যে এই মুহূর্তে মোট ৬৯৫৩ জন করোনা আক্রান্ত রুগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কোয়ারেন্টাইনে পর্ব শেষ হয়েছে ৬২৩৬৫জনের। আর হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছে মোট ৪৫৩২জন।
এদিকে হাসপাতালের আইসোলেটেড ওয়র্ড থেকে ছাড়া পেয়েছে মোট ৪২৩০ জন। আর ভর্তি আছে এখুনো পর্যন্ত মোট ৩০২ জন।
বুলেটিনে এও বলা আছে যে , রাজ্যে এখুনো পর্যন্ত সরকারি কোয়ারেন্টাইনে ভর্তি আছে মোট ৫৮২জন। আর ১৬ টি ল্যাবে করা হচ্ছে কোভিড -১৯ পরীক্ষা।

রাজ্যের সাস্থ দপ্তর এই বুলেটিন বার করার পর থেকে খুবই চাপে পরে গেছে। কারণ এই বুলেটিন বার করার আগে দুবার বুলেটিন পরিবর্তন করা হয়েছে। তাই নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে রাজ্যসরকারের ওপের।
0 Comments