হিন্দু নাবালিকাদের ধর্ষণ ও ধর্মান্তরিত করাহয় পাকিস্তানে।
তারিখ - ১৪/০৫/২০২০
কিছুদিন আগেই পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি এলাকায় এই ঘটনা ঘটে। কবিতা কুমারী নামে ১৩ বছর বয়সী বাচ্চা মেয়েকে ধর্ষণের পর তাকে ইসলামে ধর্মান্তকরণ করা হয়। আপনারা মানুষ হলে আমাকে একটা কথা বলুন তো! আজ যদি আপনার মেয়ে বা বোন যদি ওর বয়সী হত! তাহলে তাকেও এভাবে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর ধর্মান্তকরণ করা হত! কিন্তু এই মেয়েটির পরিবারের মতো আপনিও যদি অসহায় হতেন! আপনারা কি এর পরও চুপ করে থাকবেন নাকি ন্যায়বিচারের জন্য লড়বেন! ঠিক এই কথাগুলোই লিখেছিলেন রাহাত অস্টিন।
তিনি পাকিস্তানের মানবাধিকার কর্মী। আর তাঁর পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরে এখন আন্তর্জাতিক মহলেও তোলপাড়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যতই বলুন, তাঁর দেশে হিন্দু ধর্মাবলম্বীরা বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু বাস্তব চিত্র টা একেবারেই উল্টো তাঁর কথার সঙ্গে মিলছে না। আর এই ভিডিয়ো টাই তারই একটা জলজ্যান্ত প্রমাণ।
কিন্তু এদিকে ইমরান খান বলেন ভারতে মুসলিমদের নিরাপত্তা নেই। ভারতে মুসলিমদের প্রতি অন্যায় ও অবিচার করা হয়। এভাবে মাঝেমধ্যেই এমন হাওয়া তোলেন ইমরান খান। কিন্তু পাকিস্তানে হিন্দুদের উপর দিনের পর দিন চলতে থাকা অত্যাচারের ছবি তাঁর চোখ এড়িয়ে যায়। কিন্তু কয়েকদিন আগেই পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি এলাকা থেকে হঠাত্ উধাও হয়ে যায় কবিতা কুমারী।
এর পরই মিঁয়া মিঠু নামে কোনও এক মৌলবির কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ধর্ষণ ও অত্যাচার করা হয় ছোট্ট মেয়েটিকে। তার পর মেয়ে টিকে জোর করে তারা ইসলাম ধর্মে ধর্মান্তকরণ করা হয়। এই ধরণের কাজ এটা প্রথম নয়। এই নাবালিকাকে ধর্ষণ করে ধর্মান্তকরণের ঘটনা যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের কাছে।
আর অনেক সময় লালসার শিকার ও হয় সেখানকার মুসলিম ধর্মাবলম্বী নাবালিকারাও এবিষয়ে কোনো মাথা ব্যথা নেই সেখানকার সরকারের। আগে পাকিস্তানের এক সাংবাদিক এই বিষয়ে একটি প্রতিবেদনে জানিয়েছিলেন। কিন্তু আহমাদিয়ার নাবালিকাদের তালিকাভুক্ত করে না পাকিস্তানের National Commission of Minorities (NCM). এটা পাকিস্তানের একটা জঘন্য রূপ।
![]() |
Minor girl raped on Pakistan |
তারিখ - ১৪/০৫/২০২০
কিছুদিন আগেই পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি এলাকায় এই ঘটনা ঘটে। কবিতা কুমারী নামে ১৩ বছর বয়সী বাচ্চা মেয়েকে ধর্ষণের পর তাকে ইসলামে ধর্মান্তকরণ করা হয়। আপনারা মানুষ হলে আমাকে একটা কথা বলুন তো! আজ যদি আপনার মেয়ে বা বোন যদি ওর বয়সী হত! তাহলে তাকেও এভাবে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পর ধর্মান্তকরণ করা হত! কিন্তু এই মেয়েটির পরিবারের মতো আপনিও যদি অসহায় হতেন! আপনারা কি এর পরও চুপ করে থাকবেন নাকি ন্যায়বিচারের জন্য লড়বেন! ঠিক এই কথাগুলোই লিখেছিলেন রাহাত অস্টিন।
তিনি পাকিস্তানের মানবাধিকার কর্মী। আর তাঁর পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরে এখন আন্তর্জাতিক মহলেও তোলপাড়। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যতই বলুন, তাঁর দেশে হিন্দু ধর্মাবলম্বীরা বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু বাস্তব চিত্র টা একেবারেই উল্টো তাঁর কথার সঙ্গে মিলছে না। আর এই ভিডিয়ো টাই তারই একটা জলজ্যান্ত প্রমাণ।
কিন্তু এদিকে ইমরান খান বলেন ভারতে মুসলিমদের নিরাপত্তা নেই। ভারতে মুসলিমদের প্রতি অন্যায় ও অবিচার করা হয়। এভাবে মাঝেমধ্যেই এমন হাওয়া তোলেন ইমরান খান। কিন্তু পাকিস্তানে হিন্দুদের উপর দিনের পর দিন চলতে থাকা অত্যাচারের ছবি তাঁর চোখ এড়িয়ে যায়। কিন্তু কয়েকদিন আগেই পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি এলাকা থেকে হঠাত্ উধাও হয়ে যায় কবিতা কুমারী।
এর পরই মিঁয়া মিঠু নামে কোনও এক মৌলবির কাছে নিয়ে যাওয়া হয় তাকে। ধর্ষণ ও অত্যাচার করা হয় ছোট্ট মেয়েটিকে। তার পর মেয়ে টিকে জোর করে তারা ইসলাম ধর্মে ধর্মান্তকরণ করা হয়। এই ধরণের কাজ এটা প্রথম নয়। এই নাবালিকাকে ধর্ষণ করে ধর্মান্তকরণের ঘটনা যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের কাছে।
আর অনেক সময় লালসার শিকার ও হয় সেখানকার মুসলিম ধর্মাবলম্বী নাবালিকারাও এবিষয়ে কোনো মাথা ব্যথা নেই সেখানকার সরকারের। আগে পাকিস্তানের এক সাংবাদিক এই বিষয়ে একটি প্রতিবেদনে জানিয়েছিলেন। কিন্তু আহমাদিয়ার নাবালিকাদের তালিকাভুক্ত করে না পাকিস্তানের National Commission of Minorities (NCM). এটা পাকিস্তানের একটা জঘন্য রূপ।
0 Comments