প্যারা-অ্যাথলিটিক দীপা মালিকের অবসর ঘোষণা।




প্যারা-অ্যাথলিট দীপা মালিক




তারিখ - ১২/০৫/২০২০

রাজীব খেলরত্ন প্রাপক প্যারা-অ্যাথলিট দীপা মালিক বলছেন। জাতীয় ক্ৰীড়া নীতি অনুযায়ী কোনো,সক্রিয় ক্রিয়াবিদ কোনও ক্রীড়া কমিটির পদে বসতে পারবেন না। তাই তিনি নিয়ম মেনে আর নিয়োগে স্বচ্ছতা আন্তে, তিনি খেলা থেকে অবসর ঘোষণা করেছেন।

বিশ্ব ক্রীড়ার ময়দানকে বিদায় জানালেন প্যারা-অ্যাথলিট দীপা মালিক। জাতীয় ক্রীড়া আইন মেনে তিনি অবসর গ্রহণ করলেন। দেশের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি পদে তাঁকে নিয়োগ কড়া হবে। এমনটাই খবর ক্রীড়া মন্ত্রক সূত্রে জানা যায়,সোমবার টুইটারে এই ক্রীড়াবিদ লেখেন, "নির্বাচনের জন্য অনেক আগেই একটা চিঠি পিসিআইতে দাখিল করেছিলাম। যেটা হাইকোর্টের সিদ্ধান্তের ওপর ঝুলে রয়েছে। 

তাই আমার সক্রিয় ক্রীড়ার আসর থেকে অবসর ঘোষণা জনস্বার্থে প্রচারের স্বার্থে এই টুইট করলাম। এখন প্যারা ক্রীড়াকে সাহায্য করা ও উঠতি ক্রীড়াবিদদের এগিয়ে আসার সুযোগ করে দেওয়া আমার লক্ষ্য।

সংবাদ সংস্থা কে রাজীব খেলরত্ন প্রাপক এই ক্রীড়াবিদ বলেন, "আমি ১৬/০৯/২০১৯-এ কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকে একটা চিঠি দাখিল করেছি। আমি হাইকোর্টের অনুমোদনের অপেক্ষা করছিলাম। সেই নির্দেশ পিসিআইয়ের পক্ষে এসেছে। এখন নতুন কমিটিকে অনুমোদন দিয়েছে হাইকোর্ট।" 
তিনি বলেছেন, "প্যারা অলিম্পিক কমিটির সভাপতি হিসেবে আমার লক্ষ্য দেশের উঠতি ও প্রতিভাবান প্যারা-অ্যাথলিটকদের জায়গা করে দেওয়া। জাতীয় ক্রীড়া নীতি বলছে, একজন সক্রিয় ক্রীড়াবিদ কোনও ক্রীড়া কমিটির পদে বসতে পারবেন না। তাই সেই নিয়ম মেনে আর নিয়গে স্বচ্ছতা বজায় রাখতে আমি ইস্তফা দিয়েছি। এমনটাই দীপা মালিক জানিয়েছেন সংবাদ সংস্থা কে।