শিক্ষামন্ত্রী উচ্চমাধ্যমিকের  বাকি পরীক্ষার দিন ঘোষণা করলেন।  






তারিখ - ২০/০৫/২০২০

কলকাতা : - এতদিন পর মঙ্গলবার উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলোর সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি আরো বলেন উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন। তার পর ২ ও ৬
জুলাই নেওয়া হবে। কিন্তু করোনাভাইরাসকে মাথায় রেখে তবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি থাকবে প্রতিটি পরীক্ষা ক্ষেত্রে ।
পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের স্যানিটাইজার বোতল আনতে হবে এবং তার সঙ্গে বাধ্যতামূলকভাবে মাস্ক বা ফেস কভার পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে ছাত্র-ছাত্রীদের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কিছু সামাজিক দূরত্ব বজায়
রেখে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। তিনি আরো বলেন পরীক্ষা দেওয়ার সময় প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন। তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবেন পরীক্ষার্থীরা।" নিয়ম
নীতি মেনেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে বলেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদই ঠিক করবে কোন কোন দিন কি কি পরীক্ষা হবে। কিন্তু এদিকে সংসদ সূত্রে জানা গিয়েছে, পুরনো সূচি মোতাবেক যে তিন দিনের যে বিষয়গুলোর পরীক্ষা ছিল সেই
সূচি মোতাবেক পরীক্ষা নেওয়া হবে। তবে ২৯শে জুন নেওয়া হতে পারে ফিজিক্স,নিউট্রেশন,এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি। তার পর ২রা জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও
ফ্রেঞ্চ। আর ৬ই জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
এদিকে শিক্ষামন্ত্রী মঙ্গলবারের ঘোষণার পর থেকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র কিভাবে পরীক্ষা পরিচালনা করবে তা বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তা বিস্তারিত গাইড লাইন আকারে নির্দেশিকা দেবে বলেই সংসদ সূত্রে জানা গিয়েছে।
কিন্তু শুধু তাই নয় ওইদিনই সংসদের তরফে বাকি পরীক্ষা গুলির বিস্তারিত কর্ম সূচি দেওয়া হবে বলে জানা গেছে সংসদ সূত্রে।
সংসদ সূত্রে বলা হয় যে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা হবে। তার পর সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এমনি ঘোষণা করলেন। তিনি জানিয়েছেন
যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই হয়ে যাওয়া বিষয়গুলির পরীক্ষার উত্তরপত্রের নম্বর কাজ শুরু করেছে। কিন্তু বাকি যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই আমরা উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের
চেষ্টা করব। এদিকে উচ্চ মাধ্যমিকের নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে সংসদ।" সম্প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন জানিয়েছিলেন উচ্চমাধ্যমিকের বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। যদিও
পরীক্ষার দিন বা সূচি ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃপক্ষ। এদিকে ১০ই জুন পর্যন্ত নির্দেশ মোতাবেক রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ রাখার ঘোষণা করা হয়েছিল।
এদিকে সোমবার কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময় সূচি ঘোষণা করেছেন। আর সারাদেশব্যাপী সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পয়লা জুলাই থেকে শুরু
হয়ে কিন্তু ১৫ই জুলাই পর্যন্ত নেওয়া হবে বলে ইতিমধ্যেই সূচি প্রকাশ করেছে সিবিএসই বোর্ড। পরীক্ষার সময় কি কি নিয়ম মেনে চলতে হবে ছাত্র-ছাত্রীদের তা নিয়েও বিস্তারিত গাইড লাইন দেওয়া হয়েছে
সিবিএসই বোর্ডের তরফ থেকে। কিন্তু পরীক্ষা কেন্দ্র গুলি তে কিভাবে পরীক্ষা নেওয়া হবে ,তার প্রয়োজনীয় গাইডলাইন সিবিএসই বোর্ডের তরফে দেওয়া হবে বলেও জানা গিয়েছে বোর্ড সূত্রে।
এদিকে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ও তার জেরে চলা লকডাউন এর ফলে উচ্চমাধ্যমিকের তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। তার ফলে উচ্চমাধ্যমিকের কিছু পরীক্ষা যেমন ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টান্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম
এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান,অ্যারাবিক ও ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এই বিষয়গুলির পরীক্ষা স্থগিত হয়ে যায়। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ঘোষণার পর কিছুটা স্বস্তি পেল উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা।