বিশাখাপত্তনমে গ্যাস কান্ডের জন্য হাজারো মানুষের প্রাণ সংশয়।


Visakhapatnam Gas leak









তারিখ - ৭/০৫/২০২০

বিশাখাপত্তনমে ওষুধ কারখানায় গ্যাস লিকের ঘটনায় মৃত বেড়ে হল ৮ জন। বৃহস্পতিবার ভোর ৩ টে নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনায় অসুস্থ ১০০০ জনেরও বেশি মানুষ। 

 ইতিমধ্যেই সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি গৃহপালিত পশুরাও অসুস্থ হয়ে পড়েছে। এমন অবস্থায় এনডিআরএফের একটি দল সকাল ৬টায় ঘটনাস্থলে পৌছায়। ইতিমধ্যেই শুরু হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করে ।


 তার পর  ভাইজ্যাক প্রশাসন ওষুধ ফ্যাক্টরির কর্ণধার কে নোটিশ জারি করেছে এই বিষক্রিয়ার জন্য । কর্ণধার এর  বক্তব্য লকডাউন চলার জন্য মার্চ মাস থেকে ২টি জোড়া ট্যাংকের দেখভাল হয়নি।


তার ফলে কেমিক্যাল রিঅ্যাকশন এর জন্য ট্যাংকের তাপমাত্রা বেড়ে যায়।এর ফলে ৫000 টন  ট্যাংকের মধ্য থেকে রাসায়নিক বিক্রিয়া হয় আর গ্যাস নির্গত হয়।

যার ফলে শিশুসহ ৮ জনের মৃত্যু ঘটে এবং ৮০ জন ভেন্টিলেশনে ভর্তি। ভাইজ্যাক  প্রশাসন এর তরফ থেকে ডিজি পুরো ঘটনা টি দেখছে।