পথে নামছে বেসরকারি বাস বৃহস্পতিবার থেকেই, বাড়ছে না ভাড়া।
![]() |
kolkata Bus |
তারিখ - ০৩/০৬/২০২০
আগের ভাড়াতেই বৃহস্পতিবার থেকে বেসরকারি বাস চালাতে রাজি হল বাস মালিক সংগঠনগুলি৷ কলকাতায় বিভিন্ন বাস মালিক সংগঠনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাস মালিকদের দাবি, যেহেতু তাঁদের দাবি মেনে রাজ্য সরকার ভাড়া বৃদ্ধির দাবি খতিয়ে দেখতে রেগুলেটরি কমিটি গঠন করেছে, তাতে তারা খুশি। তাই আপাতত তাঁরা পরিষেবা শুরু করার কথা জানিয়েছে।
তবে সব আসনে যাত্রী নিয়ে বাস চালানো যাবে বলে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ কিন্তু বাসে কোনও যাত্রী দাঁড়িয়ে যেতে পারবেন না৷ এদিকে সরকারি বাস চালু হলেও ভাড়া না বাড়ানোয় বেসরকারি বাস মালিকরা পরিষেবা দিতে রাজি হননি প্রথমে। তারপর এ দিকে রাস্তায় বাস না পেয়ে ব্যাপক হয়রানির মুখে পড়েন যাত্রীরা৷ সেই দিকে নজর রেখে গুটিকয়েক বেসরকারি বাস চললেও অধিকাংশ বাসই এতদিন পথে নামেনি৷ আর এদিকে রাস্তায় বাস কম থাকায় সামাজিক দূরত্বের বিধি উড়িয়েই ভিড় করে বাসে। এমন কি গাদাগাদি করে যাতায়াত করছেন বহু মানুষ৷
এরকম পরিস্থিতিতে সাধারণ মানুষের সুবিধার্থে বাস চালাতে রাজি হলেন বাস মালিকরা৷ কিন্তু জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, সরকার যেহেতু রেগুলেটরি কমিটি গঠন করে বাস ভাড়া বৃদ্ধির দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে, তাই আপাতত পুরনো ভাড়াতেই বাস চালাতে রাজি তাঁরা৷ তবে যেহেতু অধিকাংশ বাসই দু' মাসেরও বেশি সময় বসে রয়েছে তাই সেগুলির রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে পথে নামাতে কিছুটা সময় লাগবে ৷ এদিকে বহু শ্রমিক এখনও বাড়ি থেকে ফিরতে পারেননি। তাই পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে৷ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় আরো জানিয়েছেন যে,যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তাঁরদিকে নজর রাখবো।
0 Comments