ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস  


Bill Gates with PM Narendra Modi





তারিখ - ১৬/০৫/২০২০

নতুন দিল্লী : - করোনা বিশ্বমহামারী নিয়ে বৈঠকের শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন এবং ধন্যবাদ জানালেন মাইক্রোসফ্টের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি আরো বলেন আন্তর্জাতিক সমন্বয় ছাড়া করোনা মোকাবিলা করা সম্ভব নয়। কিন্তু ভারত সারা বিশ্বের দরবারে করোনা মোকাবিলায় অন্য মাত্রা এনে দিয়েছে। 
তাই জন্য ভারতের অবদান মাথায় রেখে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান বিল ও মেলেন্দা গেটসের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠক শেষ করার পর  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তার পর  বিল গেটসের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় প্রধানমন্ত্রী কে। 
তার পর টুইট করে মোদী লিখেছেন, "বিল গেটসের সঙ্গে অসাধারণ আলাপচারিতা করলেন । কিন্তু আমরা করোনা মোকাবিলায় ভারতের ভূমিকা ও প্রযুক্তি উদ্ভাবনীর দিক থেকে বিল ও মেলেন্দা গেটস সংস্থার অবদান সম্পর্কে আলোচনা করেছি।" আলাপচারিতায় মানুষের সামাজিক দূরত্ব মেনে লকডাউনে সহায়তা করার প্রসঙ্গ উঠে আসে। 
তা ছাড়া অর্থনীতি সচল রাখতে করা পদক্ষেপ ও ভারতের আয়ূর্বেদ চিকিৎসার ব্যবহার নিয়েও আলোচনা  হয় দুজনের মধ্যে। কিন্তু এর পাশাপাশি বিল গেটসের সংস্থা যেভাবে সারা বিশ্বে করোনা রোখার জন্য মানবিক চিন্তা-ভাবনা করেছে, সেই সম্পর্কে ধন্যবাদ জানিয়েছেন নমো। 
তারপর বিল গেটস টুইট করে লিখেছেন যে,"করোনা মোকাবিলায় ভারত সারা বিশ্বের কাছে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে অর্থবহ ভূমিকা পালন করছে । তার জন্য আমি ধন্যবাদ জানাই ভারতের  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই যুদ্ধে পশে থাকার কথা জানিয়েছেন।